বৃষ্টি ও জোয়ারের পানিতে ফের তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ নিচু এলাকা
- আপডেট সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
বৃষ্টি ও জোয়ারের পানিতে ফের তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ, মুরাদপুর হালিশহর, ষোলশহর, বাকুলিয়া, চাক্তাই, খাতুনগঞ্জসহ বিস্তীর্ণ নিচু এলাকা।
মৌসুমী বায়ুর প্রভাবে বেশ কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। সকাল ৮ টার দিকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয় নগরীতে। সকাল ৯ টার দিকে সাগরে জোয়ার শুরু হলে আটকা পড়ে বৃষ্টির পানি। সাড়ে ৯ টার আগেই খাল ও নালা-নর্দমা উপচে পড়ে পানিতে। রাস্তা ঘাট ছাপিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও দোকানপাটে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েন নগরবাসী। আবহাওয়া অফিস জানায়, সকাল ৯ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জোয়ার শুরু হওয়ার প্রায় দেড় ঘন্টা পর খালগুলোতে পানি ঢুকতে শুরু করে। কিন্তু, আজকের জলাবদ্ধতা হয়েছে জোয়ার শুরু হবার সঙ্গে সঙ্গে। এজন্য নগরীর নালা-নর্দমাগুলো পরিষ্কার না থাকাকে দুষছে আবহাওয়া অফিস।