বৃহস্পতিবার মাঠে নামবে ইন্টার মায়ামি
- আপডেট সময় : ০৯:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
আরও একটি শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বৃহস্পতিবার মাঠে নামবে ইন্টার মায়ামি। ইউএস ওপেন কাপের সেমিফাইনালে এফসি সিনসিনাটির মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ভোর ৫টায় শুরু হবে দু’দলের লড়াই। ম্যাচ ছাপিয়ে মেসির সাথে কথা বলতে মুখিয়ে প্রতিপক্ষ দলের ফুটবলাররা।
লিগস কাপ জয়ের আনন্দ শেষ না হতেই আরও একটি শিরোপা জয়ে সদ্ধানে ইন্টার মায়ামি। ইউএস ওপেন কাপের সেমিফাইনাল এরই মধ্যে সিনসিনাটি পৌঁছেছে লিওনেল মেসির দল। তবে, দল নয় পুরো আকর্ষন যেন একজনকে ঘীরে, তিনি লিওনেল মেসি।
তবে, দুশ্চিন্তাও আছে। কেননা ম্যাচে মেসিকে আটকাতে যত ভাবনা সিনসিনাটি কোচ প্যাট নুনানের। আর ম্যাচ শেষে আর্জেন্টাইন তারকার সাথে কি কথা বলবেন তা ঠিক করেছেন প্রতিপক্ষ দলের ফুটবলাররা।
(রুমে মেসির পোস্টার দেখে দেখে বড় হয়েছি। এখন তার খেলাটা দারুণ উপভোগ্য হবে। ম্যাচ শেষে মেসির সাথে কথা বলবো, তাকে জানাবো আমি তার কত বড় ভক্ত।)
আমি আশা করবো দর্শক আমাদেরকে সমর্থন করতে মাঠে আসবে। তবে, বিপক্ষ দলে মেসি খেলায় পরিস্থিত বদলে যেতে পারে।
মাঠের লড়াইয়ে ধুকতে থাকা একটা ক্লাবকে কিভাবে বদলে দেয়া যায় তার জলন্ত উদাহরণ একজন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী তাকরার আভির্ভাবে প্রথম শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। এবার আরও একটা শিরোপা জয়ের সন্ধানে দ্যা হিরোস। সে যাত্রায় মেসির উপর পূর্ণ আস্থা রাখছে মায়ামি।
সম্প্রতি মাঠের লড়াই রং ছড়ালেও মেজর লিগের দু’দলের অবস্থান বিপরীত মুখি। পয়েন্ট টেবিলের শীর্ষে এফসি সিনসিনাটি আর তলানীতে মেসির ইন্টার মায়ামি।