বেইজিংয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের হুমকি দিলেন ট্রাম্প
- আপডেট সময় : ০৯:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে চীনের সঙ্গে সবচেয়ে বাজে সম্পর্ক তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের। কোভিড-১৯ এ টালমাটাল যুক্তরাষ্ট্র শুরু থেকেই করোনাভাইরাস বিস্তারের জন্য চীনকে দায়ী করে আসছে। সবশেষ বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের হুমকি দিলেন।
ফক্স বিজনেস টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। বৃহস্পতিবার ট্রাম্পের এ সাক্ষাৎকার প্রচারিত হয়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, জানুয়ারিতে চীনের সঙ্গে তার যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি ঠিকমত রক্ষা করতে ব্যর্থ হয়েছে বেইজিং। বাণিজ্য চুক্তি তারা রক্ষা করেনি এবং আবারো একই ঘটনা ঘটতে দেয়া ঠিক হবে না। তাই তাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। ট্রাম্প বলেন, মহামারির পর আমি মনে করি চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমি এখন তার সঙ্গে কথা বলতে চাই না। চীনের শিক্ষার্থীদের মার্কিন ভিসা দেয়ার বিষয়ে ট্রাম্প বলেন, আমরা ভিসা বন্ধ করতে পারি; আরও অনেক কিছুই করতে পারি। আবার সব সম্পর্কও ছিন্ন করতে পারি।