বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় সাবেক স্বামীও জড়িত
- আপডেট সময় : ০৭:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনে জড়িত ছিলো তার সাবেক স্বামীও। হাইকোর্ট গঠিত তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। ওই ঘটনায় বেগমগঞ্জ থানার ওসি, সার্কেল এএসপি, ইউপি চেয়ারম্যান ও মেম্বারের গাফিলতির প্রমাণ পেয়েছে কমিটির সদস্যরা। পাশাপাশি অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা দেয়ার সুপারিশ করা হয়েছে। তবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, পৈশাচিক ওই অপরাধে জড়িতদের দায় নিরূপণে অভিযুক্তদের বক্তব্যও গ্রহণ করা হবে।
নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে এক নারীকে নির্যাতনের ঘটনায় দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। ঘটনার এক মাস পর ঘটে যাওয়া ওই অপরাধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে সবার
এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন নজরে আনা হলে স্বপ্রনোদিত রুল জারি করে হাইকোর্ট। রুলে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকসহ ৩ সদস্যে তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলে নির্দেশ দেয় আদালত।
বৃহস্পতিবার সেই প্রতিবেদন আদালতে জমা দেয় তদন্ত কমিটি। যেখানে উল্লেখ করা হয় পৈশাচিক ওই অপরাধের ঘটনার সঙ্গে জড়িত ছিলো নির্যাতীত নারীর স্বামী।
গাফিলতি ছিলো থানার ওসি,সার্কেল এএসপি,ইউপি চেয়ারম্যান ও সদস্যের। এবং জড়িতদের দৃষ্ট্রান্তমূলক সাজার সুপারিশ করা হয় প্রতিবেদনে।
তদন্ত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলে অভিযুক্ত সবপক্ষের বক্তব্য গ্রহণ শেষেই দায়ীদের চিহ্নিত করা হবে।
আইনজীবীরা আরো জানান ২৯ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে আদালত। এবং আলোচিত এ মামলায় মূলহোতা দেলোয়ার, ইউপি মেম্বারসহ ১১ জন এখন কারাগারে আছেন।