বেগম খালেদা জিয়ার অবস্থা উন্নতির দিকে : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, করোনা পরবর্তী হার্ট ও কিডনীতে সমস্যা রয়েছে বলে জানান তিনি।
সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। এসময়ে নির্যাতিত ও গ্রেফতার রোজিনা ইসলাম ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, সংবাদকর্মীরা বিভক্ত থাকায় তাদের উপর নিপীড়নের সুযোগ তারাই করে দিয়েছে। এ সরকারের দমন পিড়নের হাত থেক বাচতে সংবাদকর্মীসহ রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।