বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা আদালত ও কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ীই নেয়া হবে : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়া একজন দন্ডপ্রাপ্ত কয়েদী– আসামী নয়, তাই তাঁর চিকিৎসা সেবা আদালত ও কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ীই নেয়া হবে। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সকালে কুষ্টিয়া মোহিনী মিল মাঠে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে করোনকালীন কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় তিনি একথা জানান। তিনি বলেন, করোনা দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই বিএনপি নানা ভাবে সমালোচনা করে আসছে। কিন্তু প্রধানমন্ত্রী দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নিয়ে অত্যন্ত সফলতার সাথে এই সংকট মোকাবেলা করছেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।