বেগম খালেদা জিয়ার পরবর্তী ৬ মাসের জন্য সাজা স্থগিত
- আপডেট সময় : ০৮:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী ৬ মাসের জন্য সাজা স্থগিতের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর দুপুরে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার ভাইয়ের আবেদন আমলে এ দণ্ডাদেশ শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। ঢাকায় থেকে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে হবে, বিদেশ যেতে পারবেন না। খালেদা জিয়ার আরও ৬ মাস মুক্তির ক্ষেত্রে আগে যেসব শর্ত ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে। তবে এর আগে আইন মন্ত্রণালয়ও ছয় মাস বাড়ানোর জন্য আইনগত সুপারিশ করেছিল। করোনা ভাইরাসের কারণে গত ছয় মাস খালেদা জিয়ার চিকিৎসা ব্যাহত হয়েছে। এ বিবেচনায় তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে।