বেগম জিয়ার রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি
- আপডেট সময় : ০৭:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্ট পেয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। তবে রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।
দুপুরে তিনি জানান, এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রাতে জরুরি মেডিকেল বোর্ড বসানো হবে। এর আগে, গত মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার গুলশানের বাসভবন- ফিরোজা থেকে সাংবাদিকদের ডা. মামুন জানিয়েছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সে সময় তিনি আরো জানান, বেগম জিয়ার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে করোনার কারণে শরীরে কোনো ক্ষতিসাধন হয়েছে কিনা সেজন্য রক্তের বায়োকেমিক্যাল টেস্ট বা স্যাম্পল নেয়া হয়েছে। তিনি বলেন, লন্ডনে থেকেই পুত্রবধূ ডা. জোবায়দা রহমান দেশে-বিদেশে বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে আলাপ-আলোচনা করে বেগম জিয়ার সুচিকিৎসার তদারকি করছেন। এছাড়া তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ও করছেন ডা. জোবায়দা রহমান।