বেগম জিয়াকে বিদেশে না পাঠিয়ে সরকারের আদেশ পালন আইন মন্ত্রণালয়ের : রিজভী
- আপডেট সময় : ১০:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ১৭৯৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠিয়ে সরকারের আদেশ পালন করেছে আইন মন্ত্রণালয়, এ অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভী। নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। অন্যদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপি নেত্রী রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নাকচের পর ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই সিদ্ধান্তে আবারও প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন একবারেই নেই।
আইন মন্ত্রণালয়ের ঘোষণা আসার পর বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন রুহুল কবির রিজভী।
খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরানোর নীল নকশার বাস্তবায়নে সরকার আরো এক ধাপ এগিয়েছে বলে অভিযোগ জানান রিজভী।
জনগণ এই সিদ্ধান্ত ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, মার্কিন ভিসানীতি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সরকারকে।
খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।