বেগম রওশন এরশাদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রোগমুক্তি কামনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনায় অংশনেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। দ্রুত সুস্থ হয়ে বেগম রওশন এরশাদ ও জিয়াউদ্দিন বাবলু দলীয় কর্মসূচিতে অংশগ্রহন করবেন,এমন প্রত্যাশা করেন দলটির নেতারা।