বেনাপোলসহ সকল স্থলবন্দরে আবারও ১৪ দিনের ভ্রমন নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ভারত ফেরত যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে আবারও ১৪ দিনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে ভারত-বাংলাদেশ যাত্রী যাতায়াত আরও ১৪ দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারিসহ বিভিন্ন শর্ত দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংক্ষিপ্ত করা হয়েছে বেনাপোলসহ সকল স্থলপথে চেকপোস্ট ইমিগ্রেশনের কার্যক্রম। স্বাভাবিক রয়েছে আদমানি রফতানি বানিজ্য। এখনো পর্যন্ত মোট ২ হাজার ৬ শত পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করছে। এর মধ্যে ১৩ জন করোনা শনাক্ত পাসপোর্ট যাত্রী। গেলো ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত প্রথম দফায় ১৪ দিন স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছিল।