বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্টে বিদেশ ভ্রমণ কর ফাঁকি দিচ্ছে সিন্ডিকেট চক্র

- আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
বেনাপোল বন্দরের আন্তর্জাতিক চেকপোস্টে বিদেশ ভ্রমণ কর ফাঁকি দিচ্ছে শক্তিশালী এক সিন্ডিকেট চক্র। ফলে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। ভারতগামী যাত্রীদের বেনাপোল চেকপোস্ট এলাকায় জিম্মি করে অনলাইনে চলছে এই কারসাজি। প্রশাসনের তৎপরতায় কেউ কেউ গ্রেফতার হলেও মূলহোতারা এখনও ধরা ছোঁয়ার বাইরে।
দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার যাত্রী ভারতে যাতায়াত করে। ল্যান্ড পোর্ট ট্যাক্স সহ ৫৫২ টাকার কর পরিশোধ করতে হয়।
বর্তমানে এই বন্দরে ট্যাক্স ফাঁকির প্রবণতা বেড়েছে কয়েকগুণ। অনলাইনে যাত্রীদের ভ্রমন ট্যাক্স পরিশোধের নিয়ম চালুর পর থেকেই জাল ভ্রমণ কর ফাঁকির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ২৪ মার্চ বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৫ ভারতীয় পাসপোর্ট যাত্রীকে এ অভিযোগে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। বিদেশী নাগরিক হওয়ায় পরে তাদের ছেড়ে দেয়া হয়।
বেনাপোল চেকপোস্টে গড়ে ওঠা ট্রাভেল এজেন্সী, মানি চেঞ্জার অফিস ,কম্পিউটার দোকান থেকে তৈরী হচ্ছে জাল ভ্রমন ট্যাক্স রশিদ। শক্তিশালী একটি চক্র কোটি কোটি নিজেদের পকেটে পুরছে । ফলে সরকার প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
ইতিমধ্যে ভ্রমন কর ফাঁকি দেয়ার অভিযোগে অসাধু চক্রের কয়েক জনের নামে বেনাপোল কাস্টমস হাউস পোর্ট থানায় জিডি করেছে।