বেনাপোলে ভারত ফেরত ১০ বছরের শিশুর করোনা শনাক্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরা ১০ বছরের এক শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। গেলো রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ওই শিশু ব্লাড ক্যান্সারের রোগী। উন্নত চিকিৎসার জন্য তার মা ও মামা ভারতে নিয়ে যান। সেখান থেকে তারা ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন। পরে জেলা প্রশাসন তাদের বেনাপোলের একটি হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখে। কোয়ারেন্টিন শেষে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠালে ফলাফলে মা ও মামার করোনা নেগেটিভ হলেও শিশুটির শরীরে মেলে করোনা ভাইরাস। শিশুটি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি।