বেনাপোলে ৫ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে দীর্ঘ যানজট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে সয়াবিন রপ্তানি বেড়ে যাওয়ায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
প্রতিদিন ৫০০ ট্রাক রপ্তানি পণ্য বেনাপোল বন্দরে জরো হয়। সেখান থেকে ভারতে রপ্তানি হচ্ছে মাত্র ১৫০ থেকে ২০০ ট্রাক। ফলে, প্রতিদিন শত শত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ছে বেনাপোল বন্দরে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ভারতে সয়াবিন রপ্তানি বেড়ে যাওয়ায় বেনাপোলের প্রধান সড়কের ওপর প্রায় ১ হাজারের বেশি পণ্যবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। এর ফলে আমদানি কাজ ব্যাহত হচ্ছে।