বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্য তদন্ত কমিটি গঠন

- আপডেট সময় : ১১:২০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ১৮০৩ বার পড়া হয়েছে
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। রাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা জানান, রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল রাত পৌনে ১০টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। আগুনে নিহত হন চারজন। দগ্ধ হন বেশ কয়েকজন।
এদিকে..ট্রেনে আগুন লাগার ঘটনায় আজ ও কাল দু’দিন পশ্চিমাঞ্চলে ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল রাত পৌনে ১টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, অনিবার্য কারণবশত ৬ থেকে ৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে।