বেনাপোল দিয়ে ভারতে স্বর্ণ পাচার করছে চোরাকারবারিরা
- আপডেট সময় : ০৬:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের ১০১ কিলোমিটার সীমান্তসহ বেনাপোল দিয়ে ভারতে স্বর্ণ পাচার করছে চোরাকারবারিরা। দুবাই, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সৌদিআরব, মালয়েশিয়া থেকে চোরাই পথে স্বর্ণ আসে বাংলাদেশে। তারপর রুট আকারে বাংলাদেশ থেকে ভারতে পাচার হয় স্বর্ণ। দেশী ও বিদেশী একটি শক্তিশালী পাচারকারী চক্র এই রুটকে স্বর্ণ পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে দীর্ঘদিন ধরে।
রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় স্বর্ণ চোরাচালানের অন্যতম রুট যশোরের শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত। বিশ্বের যেসব দেশে স্বর্ণের ডিমান্ড ও চাহিদা সবচেয়ে বেশি তার মধ্যে ভারতের নাম সবাইর উপরে। সেই চাহিদার কারনে দীর্ঘদিন ধরে এদেশে চলে আসছে স্বর্ণ পাচার। পদ্ধতি ও রুট দুইয়েই বদলেছে।
স্বর্ণের চালান আসার পর তা ছোট-ছোট ভাগে ভাগ করা হয়, এসব পাচারে কাজ করছে সাধারণ শ্রমিকরা ।তাদের মজুরী হিসেবে দেয়া হচ্ছে সামান্য অর্থ।
গডফাদারসহ পাচারকারীদের আটক করতে সীমান্তে অতিরিক্ত টহল, নজরদারি বৃদ্ধি ও বিজিবি মোতায়েনসহ অভিযান অব্যাহত রাখার কথা জানান বিজিবি অধিনায়ক।
গত আট মাসে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন ৩১ কিলোমিটার সীমান্ত থেকে ২৫ জন আসামীসহ সর্বমোট ৮০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৬৬ কোটি টাকা।