সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে বাংলাদেশ-ভারতের বেনাপোল সীমান্ত
- আপডেট সময় : ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারতের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার উদ্যোগ নিয়েছে ভারত সরকার।এর ফলে এই সীমান্ত দিয়ে দুই দেশের নাগরিকদের মধ্যে যাত্রী পারাপার ও পণ্য পরিসেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে। তবে এ বিষয়ে বেনাপোল দপ্তরে এখনও কোন চিঠি আসেনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
গত ৩১ অগাস্ট এ বিষয়ে দিল্লিতে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের ল্যান্ড পোর্ট অথরিটির ডিরেক্টর অজিত কুমার সিং ২৫ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। পরীক্ষামূলকভাবে আপাতত তিন মাসের জন্য নতুন এই নিয়ম চালু করা হবে। সফল হলে পরে তা স্থায়ীভাবে চালু রাখার সিদ্ধান্ত নেয়া হতে পারে। নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে ২৪ ঘন্টা যাত্রী পারাপারের ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনে এখনো কোন চিঠি আসেনি।
ভারত সরকার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এখনো পর্যন্ত কোন ধরনের সিদ্ধান্ত আসেনি বলে জানান কাস্টমস হাউসের এই কর্মকর্তা।
২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম চালু হলে আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন গতি যুক্ত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।