বেনাপোল স্থলবন্দর দিয়ে এবার ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি শুরু
- আপডেট সময় : ১১:৫৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১০৫ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে এবার ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি শুরু হয়েছে।
রোববার বাংলাদেশের কিছু ট্রাক পণ্য নিয়ে ভারতে প্রবেশের মধ্য দিয়ে স্বাভাবিক আমদানি-রপ্তানি শুরু হয় বলে বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান। করোনাভাইরাস সংক্রমণ শঙ্কায় গত ২৪ মার্চ দু’দেশেরে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। এর মধ্যে বন্দর ব্যবহারকারীদের মধ্যে আলোচনার পর গত ৮ জুন বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি শুরু হয়। কিন্তু ভারতীয় পক্ষ তাদের দেশে বাংলাদেশী পণ্য রপ্তানী আটকে রাখে। এ অবস্থায় বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি বন্ধ করে দিলে অবশেষে গতকাল বিকেল সাড়ে ৫টায় গার্মেন্টস সামগ্রী নিয়ে পাঁচটি বাংলাদেশি ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশের মাধ্যমে রফতানি বাণিজ্য শুরু হয়। আমদানি-রপ্তানি চালু হওয়ায় বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।