বেনাপোল স্থল বন্দরে শ্রমিক সংঘর্ষের জেরে ৩৬ জনের নামে মামলা : ৮ জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৬৮১ বার পড়া হয়েছে
বেনাপোল স্থল বন্দরে শ্রমিক সংঘর্ষের জেরে ৩৬ জনের নামে মামলা ও তিন মামলায় ৮ জনকে আটক এবং অস্ত্র গুলি ম্যাগাজিনসহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।
সকালে কাজে ফিরেছে বন্দর শ্রমিকরা । গতকাল কোন পন্যবাহী ট্রাক বন্দর ছেড়ে যায়নি। ফলে ২৫ থেকে ৩০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয় বেনাপোল কাস্টমস। এদিকে, ব্যাংকে হামলার ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। বাজারে দোকান ভাংচুর ও বোমাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে বেনাপোল নিত্যহাট ব্যবসায়ী কল্যাণ সমিতি। বন্দরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।