বেলারুশ-পোল্যান্ড সীমান্ত থেকে নিজ দেশে ফিরতে শুরু করেছে অভিবাসনপ্রত্যাশীরা
- আপডেট সময় : ১১:২৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বেলারুশ-পোল্যান্ড সীমান্ত থেকে নিজ দেশে ফিরতে শুরু করেছে অভিবাসনপ্রত্যাশীরা। দ্বিতীয় ধাপে আরও ১৭০ জনকে ইরাকে ফেরত পাঠানো হয়েছে। দেশে ফিরে বিমানবন্দরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তারা। তুলে ধরেন সীমান্তে অমানবিক নির্যাতনের তথ্য।
বেলারুশ-পোল্যান্ড সীমান্ত ফেরত একজন বলেন, বাড়ি ফিরতে পেরে খুবই ভালো লাগছে। কি যে ভয়াবহ অবস্থার মধ্যে ছিলাম তা বলে বোঝানো যাবে না। ইউরোপ যে সবসময় স্বপ্নের হয় এটা পুরোপুরি সত্য না। এর পেছনে ভয়াবহতাও থাকে। সীমান্তে আমাদের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে। দেশে প্রত্যাবর্তন করা আরও একজন বলেন, সীমান্তে এখনও বহু মানুষ আটকা আছে। তাদের জরুরি সহায়তা প্রয়োজন। সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে শিশুরা। সেখানে অনেকে মারাও গেছে।
এরপরও দেশে ফিরতে চান না সীমান্তে অবস্থান নেয়া অভিবাসন প্রত্যাশীরা। যে কোনো মূল্যে জার্মানিতে ঢুকতে চান তারা। নিজ দেশে ফেরত পাঠানোর প্রতিবাদে করছেন বিক্ষোভও।