বেশিরভাগ দেশে এখনও করোনার ভ্যাকসিন না পৌঁছানোয় জাতিসংঘ মহাসচিবের ক্ষোভ
- আপডেট সময় : ০৭:৫৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
বিশ্বের বেশিরভাগ দেশে এখনও করোনার ভ্যাকসিন না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কারণ হিসেবে সমন্বয়হীনতাকে দুষছেন তিনি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। করোনা মহামারিতে বিপর্যস্ত পুরো বিশ্ব। ভ্যাকসিন উদ্ভাবিত হলেও বিশ্বের দরিদ্র ১৩০টি পৌঁছেনি করোনার টিকা। এমনকি করোনা ভ্যাকসিনের ৭৫ শতাংশই ১০টি ধনী দেশের কাছে মজুদ থাকার উদ্বেগজনক তথ্য তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। অধিকাংশ দেশ ভ্যাকসিন কর্মসূচির আওতায় না আসায় সমন্বয়হীনতাকে দুষছেন গুতেরেস। তিনি বলেন, এ মুহূর্তে টিকার সুষম বণ্টনই সবচেয়ে জরুরি। বৈঠকে জি-২০ সদস্যভুক্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রতি একটি জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এতে অর্থ সহায়তা পাওয়া গেলে দ্রুত টিকা উৎপাদন সম্ভব বলে মনে করেন তিনি।