বেশির ভাগ সাংবাদিক হ’ত্যার বিচার হয় না : ইউনেসকো

- আপডেট সময় : ০৭:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার অভিযোগ থেকে রেহাই পাওয়ার হার বেশ উচ্চ ও উদ্বেগজনক
বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার ঘটনাগুলোর বেশির ভাগের বিচার হয় না বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো। সংস্থাটি বলছে, সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা রেহাই পেয়ে যান। এই উচ্চ হার গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘ ঘোষিত সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ থেকে রেহাই প্রতিরোধ করা–সংক্রান্ত আন্তর্জাতিক দিবস পালন করা হচ্ছে আজ বুধবার। দিবসটি উপলক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউনেসকো। প্রতিবেদনে সাংবাদিক হত্যার বেশির ভাগ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের রেহাই পাওয়ার তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে ইউনেসকো জানিয়েছে, বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার অভিযোগ থেকে রেহাই পাওয়ার হার বেশ উচ্চ ও উদ্বেগজনক। এই হার কমিয়ে আনতে অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত, দোষী ব্যক্তিদের শনাক্ত করা এবং তাঁদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।
তথ্যসুত্র : এএফপি