বেশি দামে নিত্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গাইবান্ধা শহরের পুরাতন বাজারে বেশি দামে নিত্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সকালে গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম এ অভিযান পরিচালনা করেন। এসময় পুরাতন বাজারে আদা, পিয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পন্য বেশি দামে বিক্রির দায়ে ‘হাবিব ভাণ্ডার’কে ২০ হাজার ও ‘ভাই ভাই বাণিজ্যালয়’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলায় লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ায় অন্তত ১৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখী ব্যানার্জী জরিমানা করেন।