বেশি নম্বর দিয়ে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানো হতো

- আপডেট সময় : ০২:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
পাবলিক পরীক্ষায় বেশি বেশি নম্বর দিয়ে শিক্ষার্থীদের পাসের হার বাড়িয়ে চমক দিতো শিক্ষক আর শিক্ষা বোর্ডগুলো। প্রতিযোগিতা চলতো জিপিএ-৫ দেয়ারও। যা নকল করে পাসের চেয়েও গুরুতর অপরাধ। সদ্য প্রকাশিত এসএসসির ফলাফল বিশ্লেষণকালে এমন কথা অকপটে স্বীকার করলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি দাবি করেন, এই নীতি থেকে এখন সরে এসেছে বোর্ড। এ কারণে কমে গেছে পাসের হার। এদিকে করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, কলেজে ভর্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জুনের মধ্যেই অনলাইনে ভর্তি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা।
এসএসসি পরীক্ষায় পাসের হারে দেশের সকল শিক্ষা বোর্ডকে পেছনে ফেলে এবারো শীর্ষস্থান দখলে নিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। টানা চতুর্থবারের মতো এমন সাফল্য। গেল সাত বছরে এই বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে এক লাখের বেশি। কিন্তু চার বছর ধরেই কমছে পাসের হার। এর পেছনের কারণটা অবশ্য এসএটিভির কাছে খোলামেলাই স্বীকার করলেন পরীক্ষা নিয়ন্ত্রক।
বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার কেবল গণিতেই ফেল করেছে ১১ হাজার পরীক্ষার্থী।
করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কলেজে ভর্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। তবে জুনের মধ্যেই অনলাইনে ভর্তি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা।
রাজশাহী বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন শিক্ষার্থী। তবে জিপিএ-৫ ও পাসের হারে ছেলেদের তুলনায় বরাবরই এগিয়ে মেয়েরা।