বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আড়াই হাজার শিক্ষক নিয়োগে হাইকোর্টের দেয়া রায় বাতিল
- আপডেট সময় : ০১:১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আড়াই হাজার শিক্ষক নিয়োগে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, এনটিআরসিএ কে নির্দেশ দিয়েছিলো আদালত।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ আজ এই আদেশ দেন। ৩১ মে হাইকোর্ট আগামী ৪ সপ্তাহের মধ্যে এদেরকে নিয়োগ দেয়ার নির্দেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় হাইকোর্ট। এর আগে আদালতের নিয়োগের বিষয়ে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না করায় এনটিআরসিএ চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে উচ্চ আদালতের সেই নির্দেশনার বিরুদ্ধে আপিল করে এনটিআরসিএ কর্তৃপক্ষ। শুনানি নিয়ে আজ এই আদেশ দেয় আপিল বিভাগ।