বেহলা দশা সিরাজগঞ্জে তাঁত শিল্পের
- আপডেট সময় : ০১:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
বেহলা দশা সিরাজগঞ্জে তাঁত শিল্পের। কাঁচামালের মুল্য বৃদ্ধি, তাঁতের থ্রি-পিস, শাড়ী-লুঙ্গীর ব্যবহার কমায় কমেছে বিক্রি। ঈদ উপলক্ষেও নেই বেঁচাকেনা। গত কয়েক বছর ধরেই তাঁত শিল্পের এ অবস্থা। এ খাতে জড়িতদের আশংকা, এমন চলতে থাকলে বন্ধ হয় যাবে এক সময়ের রমরমা এই তাঁতশিল্প,
ঈদে শ্রমিকদের অতিরিক্ত পরিশ্রমের বাড়তি আয়ে মিটবে পরিজন নিয়ে ঈদ উৎসবের আনন্দ। এমন আশায় এখন গুড়ে বালি। উৎপাদিত শাড়ী, লুঙ্গির বিক্রি কমে যাওয়ায় দৈনন্দিন চাহিদা মেটানোই অসম্ভব হয়ে ওঠছে না। এ অবস্থায় ঈদ এবং ঈদ পরবর্তী দিনগুলো কিভাবে কাটবে সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে তাদের।
এদিকে, বিক্রিতে এখনো মন্দাভাব থাকলেও সামনের দিন গুলোতে ব্যবসা ভাল হবার আশা তাঁতী সংগঠন গুলোর। আর স্বল্পসুদে ঋন দেয়া, সূতা,রং ও কেমিক্যাল আমদানি করাসহ উৎপাদন এবং বিপননে সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের।
সিরাজগঞ্জের ব্র্যান্ডিং খ্যাত ঐতিহ্যবাহী তাঁত শিল্প ও এর সাথে জড়িতদের রক্ষায় সরকার কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই দাবী সবার।