বেহাত হয়ে যাচ্ছে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের শত শত বিঘা জমি ও স্থাপনা
- আপডেট সময় : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৮০ বার পড়া হয়েছে
শত শত বিঘা জমি ও স্থাপনা দিন দিন বেহাত হয়ে যাচ্ছে। বছরের পর বছর দেখভাল না করায় হচ্ছে লুটপাট। যেন অভিভাবকহীন হয়ে পড়েছে ঝিনাইদহের গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের এসব জায়গা। এমন বেহাল অবস্থার পরেও বেখবর কর্তৃপক্ষে। অজুহাত দেখাচ্ছেন লোকবল সংকটের।
বন জঙ্গলে ছেয়ে গেছে স্থাপনাগুলো। খুলে যাচ্ছে ভবনের ইট, ধ্বসে পড়ছে দেয়াল। কোথাও আবার চুরি হচ্ছে জানালা দরজাসহ খালের লোহার গেট। এরই মাঝে দখলে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা। গড়ে তুলেছে দোকানপাট, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা।
বছরের পর বছর এভাবেই বিলিন হচ্ছে ঝিনাইদহের গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের শত শত বিঘা জমি ও স্থাপনা। কারন হিসেবে কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। তারা বলছেন, জায়গা ও স্থাপনাগুলো দখলমুক্ত করে ভবনগুলো সংস্কার করলে লাভবান হবে স্থানীয়দের পাশাপাশি সরকারও।
স্থানীয়রা।
এ নিয়ে প্রশাসনের কারো যেন কোন মাথা ব্যাথা নেই। বরাবরের মত জনবল সংকটের দোহাই দিচ্ছেন পানি বোর্ড, জানালেন পরিকল্পনার কথাও।
উপ-প্রধান সম্প্রসারন কর্মকর্তা, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড।
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জিকে সেচ প্রকল্পে প্রায় ৩’শ থেকে সাড়ে ৩’শ বিঘা জমি বেদখল ও পরিত্যক্ত হয়ে আছে। দখলে আছে ৫’শ থেকে সাড়ে ৫’শ।