বৈরি আবহাওয়ার মাঝেও ফেরী পারাপার হচ্ছে হাজার হাজার যাত্রী এবং প্রচুর ব্যক্তিগত গাড়ি
- আপডেট সময় : ০৬:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বৈরি আবহাওয়ার মাঝেও ফেরী পারাপার হচ্ছে হাজার হাজার যাত্রী এবং প্রচুর ব্যক্তিগত গাড়ি। শুধু জরুরি ও বিধিনিষেধের আওতামুক্ত গাড়ি পারাপারে ফেরি চালু থাকলেও, মানা হচ্ছে না নিয়ম। ঘাট অভিমুখে পুলিশের চেকপোস্ট এবং ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও যাত্রীরা দেখাচ্ছে নানা অজুহাত।
সকাল থেকেই ভীড় বাড়তে থাকে ঢাকামুখী যাত্রীদের। কঠোর বিধিনিষেধের ৮ম দিনে মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল আগের তুলনায় সীমিত করা হয়েছে। ফলে গাদাগাদি করেই যাত্রীরা পদ্মা পাড়ি দিচ্ছেন। মাস্ক ব্যবহারেও নেই তেমন সচেতনতা। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোতের গতিও বৃদ্ধি পেয়ে ফেরি পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেস-ওয়ের বিভিন্ন স্থানে পুলিশের একাধিক চেকপোস্ট থাকলেও সেসব চেকপোস্টকে উপেক্ষা করেই শিমুলিয়া ঘাটে আসছে যাত্রীরা। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে বেশকিছু পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান।
এদিকে, দৌলতদিয়া ঘাটেও রয়েছে মানুষের ঢল। ফেরী সংল্পতায় পারের আশায় হাজার হাজার মানুষ ছুটছে এ ঘাট থেকে ও ঘাটে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি।