বৈরী আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটা
- আপডেট সময় : ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ১৬২১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তী দেশব্যাপী চলমান অস্থিরতা এবং টানা বৈরী আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটা। পর্যটকদের উপস্থিতি না থাকায় ক্ষতির সম্মুখীন হচ্ছে হোটেল- মোটেলের, খাবার রেস্টুরেন্ট, ঝিনুক, শুঁটকি ও কাপড়ের দোকান ব্যবসায়ীরা। জীবন-জীবিকা নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সৈকতের ভাসমান ক্যামেরা ম্যান, দোকান ও ফিশফ্রাই মার্কেটের দোকানিরা। পটুয়াখালী থেকে জহিরুল ইসলামের প্রতিবেদন।
এ সময়ে সৈকতে বেশ ঢেউ এ উত্তাল থাকে। ফলে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকসহ বিদেশি পর্যটকদের উপস্থিতি থাকে বেশি। এরা দীর্ঘদিন ধরে অবস্থানও করে। এবার এই ভরা পর্যটক মৌসুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দেশব্যাপী চলমান অস্থিরতা এবং টানা বৈরী আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটা। একেবারেই শুনসান।
স্থানীয় কিছু পর্যটকদের উপস্থিতি থাকলেও গত দুই মাসে দেখা নেই দেশের বিভিন্ন স্থানসহ বিদেশি কোনো পর্যটকের। অধিকাংশ হোটেল মোটেলে বেকার সময় কাটাচ্ছে কর্মচারীরা। খাবার রেস্তোরাঁসহ শুনশান নীরবতা বড় বড় হোটেল গুলোতে। বন্ধ রয়েছে দোকান পাট। মাসে লক্ষ লক্ষ টাকা লোকসানে পড়তে হচ্ছে এসব হোটেল গুলোর।
বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণকাজে নিয়োজিত বাইক, ইজিবাইক ও ভ্যানচালকদের আয়ও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দেশের সকল সংকট কেটে গেলে, নতুন ভাবে পর্যটকদের নিরাপদ যাতায়াত, নিরাপত্তা ও মনোরঞ্জনের বিষয়টি মাথায় রেখে সমুদ্র সৈকত ঢেলে সাজানোর দাবী ব্যবসায়ীদের। আবারও পর্যটকের পদচারণায় মুখরিত হবে কুয়াকাটায় এমনটা প্রত্যাশা সংশ্লিষ্টদের।