করোনা মোকাবেলায় সব দেশের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা মোকাবেলায় সব দেশের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। ফরেন পলিসি ভার্চুয়াল ক্লাইমেট সামিটে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনেই বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ। তাই বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাস ও উষ্ণায়ন কমাতে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নই একমাত্র সমাধান। শেখ হাসিনা বলেন, জলবায়ূ পরিবর্তনের জন্য দায়ী ধনী রাষ্ট্রগুলোকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়ন করতে হবে।
ভার্চুয়ালি এই জলবায়ু শীর্ষ সম্মেলনের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্যারিস জলবায়ু চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিরে আসার পর এই আয়োজন নতুন বার্তা দিচ্ছে।মঙ্গলবার রাতে দুই দিনের ‘পররাষ্ট্র নীতি ভার্চুয়াল ক্লাইমেট সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানান বাইডেন। এ আয়োজনে সাড়া দিয়েছেন উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা।
করোনার কারণে ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বকে কোভিড মুক্ত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।সরকার প্রধান বলেন, উন্নত রাষ্ট্রগুলোর শিল্পায়নের ফলে সৃষ্ট জলবায়ুর বিরূপ প্রভাবে প্রাকৃতিক বিপর্যয়ে ভুগছে বাংলাদেশের মতো জনবহুল দেশগুলো। এর সমাধানে জি-এইটভুক্ত দেশগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বনায়ন ও আশ্রয়কেন্দ্র নির্মাণসহ সরকারের নানা দীর্ঘমেয়াদি পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোকে বার্ষিক বাজেটের বিশাল অংশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যয় করতে হয়। তাই এ সমস্যার সমাধানে প্যারিস চুক্তি অবিলম্বে কার্যকর করতে হবে।