বৈশ্বিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ইরান ৫ম স্থানে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বৈশ্বিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ইরান ৫ম স্থানে রয়েছে। এছাড়া বৈজ্ঞানিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে দেশটি বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
মঙ্গলবার তেহরানে নির্বাচিত কয়েকজন বিজ্ঞান গবেষক ও প্রযুক্তিবিদকে দেয়া সম্মাননা অনুষ্ঠানে এ তথ্য জানান ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী মানসুর গোলামি। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইরানের অবস্থানেরও প্রশংসা করেন তিনি। মানসুর গোলামি বলেন, বিশ্বে যেসব দেশ বিজ্ঞানের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, বহু বছর ধরে ইরান তাদের মধ্যে রয়েছে। এই অবস্থান ধরে রাখতে হলে বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে।