বৈশ্বিক মন্দার মাঝেও জনকল্যাণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
বৈশ্বিক মন্দার মাঝেও সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
সরকার প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সময়োপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ নিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশে গণতন্ত্রের ধারা অক্ষুন্ন ছিলো বলেই বাংলাদেশে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
ঘড়ির কাটায় বিকেল ৪টা ১২ মিনিট। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সম্বর্ধনা অনুষ্ঠান
এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ ৩ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। পাশাপাশি প্রধান বিচারপতি, রাজনীতিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরাও ছিলেন সম্বর্ধনা অনুষ্ঠানে। উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা ।
এর আগে আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা।
প্রধানমন্ত্রী বলেন, সময়ে সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। আর এক্ষেত্রে বঙ্গবন্ধুর দর্শনই হচ্ছে এগিয়ে যাবার অনুপ্রেরণা।
সরকার প্রধান বলেন, উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশের স্বীকৃতি অর্জণের নেপথ্যে ছিল গণতন্ত্রের ধারাবাহিকতা।
বৈশ্বিক সংকটের মাঝেও নিম্ন আয়ের মানুষকে রক্ষায় সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সুনাম অর্জনের পাশাপাশি দেশের দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে সেনা ও নৌ ও বিমান বাহিনীর সদস্যের ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।