বৈশ্বিক মূল্য বৃদ্ধি ও পাচার রোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে : নসরুল হামিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বৈশ্বিক মূল্য বৃদ্ধি ও পাচার রোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশে তার প্রতিফলন ঘটবে বলেও জানান তিনি। বিকেলে ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো কম। ২৬টি স্থল বন্দর দিয়ে প্রতিদিন অনেক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এতে পাচারের আশঙ্কা থেকে যায়। বিষয়টি বিবেচনায় রাখতে হবে। নসরুল হামিদ আরও বলেন, বিদ্যুৎচালিত যানবাহনের দিকে যেতে হবে। বিশেষ করে, গণপরিবহন বিদ্যুৎ চালিত করা গেলে দেশে পরিবেশবান্ধব যানবাহন নিশ্চিত হবে। বিদ্যুৎ চালিত যানবাহনের ইঞ্জিনের দক্ষতা বেশি ও সাশ্রয়ীও। তেল আমদানি খরচও কমে যাবে।