বৈশ্বিক সম্পদ ন্যায্য ও সমতার ভিত্তিতে বণ্টনের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনার মোকাবেলায় বৈশ্বিক সম্পদ ন্যায্য ও সমতার ভিত্তিতে বণ্টনের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও-এর প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস।
আগামী কয়েক মাসের মধ্যে করোনা মহামারি নিয়ন্ত্রণে আনতে এই পরামর্শ দিয়েছেন তিনি। ডব্লিউএইচও -এর সংবাদ সম্মেলনে টড্রোস বলেন, বিশ্ব নেতারা চাইলে কয়েক মাসের মধ্যে মহামারি নিয়ন্ত্রণে আনতে পারেন। বিশ্বজুড়ে করোনার সংক্রমণের উদ্বেগজনক হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চলতি বছরের প্রথম ৩ মাসে মৃত্যু ৩০ লাখে পৌঁছে গেছে। সংবাদ সম্মেলনে সুইডেন থেকে অতিথি হিসেবে যুক্ত হয়ে আন্তর্জাতিক জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ বলেন, ধনী দেশে প্রতি চার জনে একজন মানুষ ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু দরিদ্র দেশে পাঁচ শতাধিক মানুষের মধ্যে একজন ভ্যাকসিন পেয়েছেন।