বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজ প্রার্থনা ও গণমিছিল
- আপডেট সময় : ১২:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৫৮২ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজ প্রার্থনা ও গণমিছিল। সারাদেশে আজ দুপুরে এ কর্মসূচি পালিত হবে। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সর্বস্তরের জনগণকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গত ক’দিন ধরে আন্দোলনকারীদের সমন্বয়কদের মধ্যে একেকজন একেক দিন বিজ্ঞপ্তি দিয়ে কর্মসূচি ঘোষণা করছেন। শুক্রবার মসজিদ, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনা এবং জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিলের ডাক দিয়ে সমন্বয়ক কাদের জানান, দেশব্যাপী ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ হবে। বিজ্ঞপ্তিতে শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, সংবাদকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী, আলেম-ওলামাসহ দেশের সর্বস্তরের নাগরিকদের এ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করার আহ্বান জানানো হয়। মসজিদের ইমাম ও খতিবদেরও এ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলা হয়, ছাত্রসমাজ ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না। প্রতি মুহূর্তে তাদের গ্রেফতার ও গুম হওয়ার আতঙ্কে সময় কাটাতে হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থী ও আন্দোলনের সমর্থনকারী ছাত্র-জনতা কাউকে পেলেই গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। পরবর্তী সময়ে বাছাই করে পাড়া-মহল্লায় রেইড দিয়ে গণগ্রেফতারের নামে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অংকের অর্থ।