বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় বাধা, পলাতক সরকারের দোসরা : রিজওয়ানা
- আপডেট সময় : ০৭:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ১৬২০ বার পড়া হয়েছে
বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে থাকা পলাতক সরকারের চরেরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথকে দীর্ঘায়িত করছে বলে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীর গুলশানে সিএসও জোটের জাতীয় পরামর্শ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বিগত সরকারের সময় বিরোধী মতের লোকদের বিশেষ বাহিনীর মাধ্যমে হয়রানির অভিযোগ তোলেন।
রাজধানীর গুলশানের একটি হোটেল বিশিষ্টজনদের নিয়ে জাতীয় পরামর্শ সভার আয়োজন করে নাগরিক সংগঠন সিএসও জোট। ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যত’ শিরোনামের সভায় সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতা, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় অংশ নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দেশ ও জনগনের পক্ষে কাজ করতে গিয়ে বিগত বছরগুলোতে তাকে নাজেহাল হতে হয়েছে।
অন্র্বর্তী সরকারকে জনগনের প্রত্যাশা মাথার রেখে কাজ করার আহ্বান জানান বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা।
আলোচনায় ভার্চুয়ালী যুক্ত হয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নতুন সরকারের কাজকে বাধা দিচ্ছে পলাতক সরকারের লোকজন।
ফ্যাসিস্ট সরকারের কর্মকান্ডকে সমর্থন করা কথিত নাগরিক সমাজের কঠোর সমালোচনা করেন বক্তারা।