বৈষম্যের অবসান ঘটিয়ে সমান সুযোগ নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির
- আপডেট সময় : ০৭:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ধর্ম, বর্ণ এবং জাতিগত সব বৈষম্যের অবসান ঘটিয়ে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, শান্তিকে মৌলিক মানবাধিকার হিসেবে দেখে বাংলাদেশ। ঢাকায় দু’দিনের বিশ্ব শান্তি সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন, বিশ্বব্যাপী শান্তির প্রচারে বাংলাদেশ প্রচেষ্টা অব্যাহত রাখবে।
দেশে-বিদেশে শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে আন্তর্জাতিকীকরণের লক্ষ্য নিয়ে শনিবার থেকে ঢাকায় শুরু হয়েছে দু’দিনের বিশ্ব শান্তি সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলনে সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম মিলিয়ে যোগ দিচ্ছেন পঞ্চাশের বেশি বিদেশী অতিথি।
শনিবার বিকেলে ‘অ্যাডভান্সিং পিস থ্রু সোশ্যাল ইনক্লুশন’ প্রতিপাদ্য নিয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের প্রতিটি বঞ্চিত মানুষের অধিকার ও শান্তি নিশ্চিতে সোচ্চার ছিলেন।
বিশ্বজুড়ে চলমান সব ধরনের বৈষম্য নিরসনের তাগিদ দেন রাষ্ট্রপ্রধান।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন রাষ্ট্রপতি।
দু’দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, শিল্পী, সাংবাদিকদের অংশগ্রহণে চারটি প্যানেলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা হবে। সর্বসম্মতভাবে ‘ঢাকা শান্তি ঘোষণা’র মাধ্যমে সম্মেলন শেষ হবে রোববার।