বোরো চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন নড়াইল জেলার চাষীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বোরো চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন নড়াইল জেলার চাষীরা। বীজতলা থেকে চারা উত্তোলন, জমি প্রস্তুতি ও রোপনের কাজ চলছে বিরামহীনভাবে। তবে উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম হওয়ায় হতাশ চাষীরা।
নড়াইল জেলায় এবার ৬০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। ইতিমধ্যে ৩ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। আবহাওয়া অনুকুল থাকলে, ধানের বাম্পার ফলন আশা করছেন কৃষকরা। সার, কীটনাশক, শ্রমিকের মজুরী বেশি হওয়ায় উৎপাদন খরচ নিয়ে উদ্বেগ থাকলেও বোরো আবাদে ব্যস্ত সময় কাটছে তাদের।
পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য এবং বাপ-দাদার আমলের এই পেশাকে টিকিয়ে রাখতে ধানের দাম বৃদ্ধি এবং উপকরণের দাম কমানোর দাবি জানালেন চাষীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, আবহাওয়া ভাল থাকলে আর বিপিএইচ ও ব্লাষ্ট দমন করতে পারলে, রোবো ধানের বাম্পার ফলন হবে।