ব্যক্তি নয়, গণতন্ত্রের আদর্শকে হত্যা করা হয়েছে মন্তব্য ফখরুলের

- আপডেট সময় : ০১:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যক্তি শাওনকে নয়, একটি আদর্শকে হত্যা করা হয়েছে। খুন করা হয়েছে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে।
দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নবীনগর এলাকায় পুলিশের গুলিতে নিহত শাওন প্রধানের বাড়িতে গিয়ে এসব বলেন তিনি। ফখরুল আরও বলেন, বলা হচ্ছে শাওন নাকি যুবদলের কর্মী নন, যুবলীগ করেন।
সে যাই করুক তাকে তো হত্যা করা যাবে-না। ফ্যাসিবাদী এ সরকার হত্যা, গুম করে দমিয়ে রাখতে চায়। শাওন প্রধান হত্যার প্রতিবাদে আগামীকাল সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব।
মধ্যরাতে কড়া পুলিশি পাহারায় শাওনের দাফন সম্পন্ন
মধ্যরাতে কড়া পুলিশি পাহারায় নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। হত্যার ঘটনায় মামলা করেছেন শাওনের ভাই মিলন প্রধান।
মরদেহ হস্তান্তরের পর গতকাল রাত সোয়া একটার দিকে তড়িঘড়ি করে শাওনের দাফন সম্পন্ন হয়। এর আগে রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিহতের বড় ভাই মিলন প্রধান এবং মামা মোতাহার হোসেন মরদেহ বুঝে নেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তাঁর।
গতকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ছোঁড়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। এসময় গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী শাওনের মৃত্যু হয়।