ব্যবসায়ী-ছাত্রদের দফায় দফায় সংঘর্ষে, নিউমার্কেট এলাকা রণক্ষেত্র
- আপডেট সময় : ০৩:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সংঘর্ষে আহত হয়েছে ৫০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঢাকা কলেজ কর্তৃপক্ষ সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাট ও যান চলাচল। ৫ ঘন্টা সংঘর্ষ চলার পর ঘটাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।
শিক্ষার্থীরা দাবি করেছেন, তারা গতকাল রাতের ঘটনার প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে মানববন্ধন করতে বের হন। সেই সঙ্গে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ব্যবসায়ীরা তাদের উদ্দেশ করে ইটপাটকেল ছোড়ে। এতে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কোন ভূমিকা চোখে পড়েনি। নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকা দিয়ে যান চলাচল বন্ধ থাকায় মিরপুর রোডে তীব্র যানজট শুরু হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে,রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-পুলিশ ও ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ কর্তৃপক্ষ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। ভোর ৪টার দিকে ঢাকা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেয়া হয়।