ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নতুন প্রতিবন্ধকতা চট্টগ্রাম কাস্টম হাউজ
- আপডেট সময় : ০১:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
বৈশ্বিক সংকটে বিপর্যয়কর অবস্থার মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নতুন প্রতিবন্ধকতা হয়ে উঠেছে চট্টগ্রাম কাস্টম হাউজ। প্রতিষ্ঠানটির অতি উৎসাহী কিছু কর্মকর্তার বেপরোয়া আচরণে বাধাগ্রস্ত হচ্ছে জাতীয় অর্থনীতির অগ্রগতি। কাস্টমসের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরাসরি এমন অভিযোগ করেছেন ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা। জবাবে কাস্টমসে দালালদের দৌরাত্ম্য কমানোসহ উদ্যোক্তাদের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের দূরত্ব কমিয়ে ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরীর প্রতিশ্রুতি দেন কাস্টমস কমিশনার ফাইজুর রহমান।
এককভাবে দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউজ। সারা দেশের আমদানী রপ্তানীর ৯০ শতাংশেরও বেশি এই একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু প্রতিষ্ঠানটির কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর কারণে বাধাগ্রস্ত হচ্ছে আমদানী রপ্তানী কার্যক্রম। ফুটেজ-১
উদ্যোক্তাদের এমন অভিযোগ নিরসন করতে এই মতবিনিময় সভায় আয়োজন করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। এতে অংশ নেন বিজিএমইএ, বিকেএমইএ, চট্টগ্রাম চেম্বার, শিপিং এজেন্ট এসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনসহ আমদানী রপ্তানীর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ কর্তারা। কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন তারা। ফুটেজ-২
দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিচার চেয়ে উল্টো হয়রানীর শিকার হওয়ার নজিরও তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। প্রত্যাশা করেন দেশের চলমান ডলার সংকট নিরসন ও অর্থনীতির চাকাকে গতিশীল করতে নীতিগত সহায়তা নিয়ে এগিয়ে আসবে এনবিআর।
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে দালালদের শরনাপন্ন না হয়ে কাস্টমসের সঙ্গে যোগাযোগ বাড়াতে উদ্যোক্তাদের প্রতি আহবান জানান চট্টগ্রাম কাস্টমসের কমিশনার। ফুটেজ-২
রপ্তানী পণ্যের ওজন নিয়ে কড়াকড়ি কমিয়ে দেয়া ও এসএস কোডের কারসাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন কাস্টমস কমিশনার।