ব্যস্ত সময় পাড় করছে মৌলভীবাজারের মণিপুরি তাঁত শিল্পীরা
- আপডেট সময় : ০৩:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৭২০ বার পড়া হয়েছে
ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পাড় করছে মৌলভীবাজারের মণিপুরি তাঁত শিল্পীরা। আকর্ষণীয় মনিপুরী শাড়ি, থ্রি-পিস, চাদর,পাঞ্জাবিসহ রকমারী পোশাক তৈরি করছেন তারা। করোনা মহামারীতে উৎপাদন বন্ধ থাকায় দুদর্শায় কেটেছে তাদের দিনকাল। সরকারি সহায়তা না পেয়ে অনেকে বস্ত্র তৈরির উপকরণ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা চান তাঁতীরা।
মনিপুরি তাঁত শিল্পীদের নিপুন হাতে তৈরি বিভিন্ন নকশাখচিত হরেক রকম তাঁত বস্ত্র ঈদ পুজা পার্বনে ফ্যাশন সচেতন মানুষের কাছে ব্যাপক সমাদ্বিত।
মণিপুরি এক একটা ঘর মানেই এক একটি তাঁত শিল্পের ছোট কারখানা। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর, তিলকপুর, মাধবপুর এবং শ্রীমঙ্গলের রামনগরসহ বিভিন্ন এলাকায় মণিপুরি সম্প্রদায়ের বসবাস। এসব এলাকার শতকরা ৯০ ভাগ মনিপুরী মহিলা ও পুরুষ তাঁত শিল্পের সঙ্গে জড়িত।
ঈদকে সামনে রেখে মনিপুরি তাঁত শিল্পীরা এখন ব্যস্ত সময় পাড় করছেন। করোনা মহামারির পর নতুন করে স্বপ্ন দেখছেন।
করোনার দুটি বছর অনেকে বস্ত্র তৈরির যন্ত্রপাতি বিক্রি করে সংসার চালান। কেউ কেউ অন্য পেশায় জড়িয়ে পড়েন। এসময় তারা কোনো সরকারি সহায়তা পাননি।
মনিপুরি তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারিভাবে তাদের আর্থিক অনুদান প্রদান ও পৃষ্টপোষকতা করার কথা ভাবছে প্রশাসন।
মনিপুরি তাঁত শিল্পীরা আবার নতুন প্রত্যয়ে ঐতিহ্যকে ধারণ করে সামনে এগিয়ে যাবে–এমনটা প্রত্যাশা মৌলভীবাজারবাসীর।