ব্যাংক কর্মকর্তাদের দুর্নীতির ক্ষেত্রে দুদকের দায়মুক্তির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না : হাইকোর্টের রুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ব্যাংক কর্মকর্তাদের দুর্নীতির ক্ষেত্রে দুদকের দায়মুক্তির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বিবাদীরা হলেন- অর্থ সচিব, দুদকের চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল এন্টিলিজেন্সের প্রধান, অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সালাম মোল্লা, আবুল কাশেম এবং রাকিবুল ইসলাম। মামলার নথিতে বলা হয়, অগ্রণী ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান আব্দুস সালাম মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে ৭০০ কোটি টাকার দুর্নীতি মামলার বিষয়ে দুদকের ম্যানুয়াল অনুসারে অনুসন্ধান না করে তাদের দায়মুক্তির সিদ্ধান্ত নেয় কমিশন। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থে গত ২৯ আগস্ট একটি রিট পিটিশন দায়ের করলে আদালতে শুনানি হয়।