ব্যাটারিচালিত রিকশা- ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্তে দিশেহারা মালিক-শ্রমিকরা
- আপডেট সময় : ০২:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
ব্যাটারিচালিত রিকশা- ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েছেন বগুড়ার মালিক-শ্রমিকরা। হঠাৎ নতুন সিদ্ধান্ত বেকায়দায় পড়েছেন হাজার হাজার খেটে খাওয়া শ্রমিক। সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার করে লাইসেন্স দেয়ার দাবি করেন তারা।
যানজট এড়াতে গেল রোববার ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। করোনায় যান চলাচল বন্ধ থাকায় এমনিতেই কষ্টে আছে নিম্নআয়ের মানুষ। সরকারের এ ধরনের সিদ্ধান্তে হতাশ তারা। বিভিন্ন সমিতি আর ধার-দেনায় কেনা রিকশা চালিয়ে যারা জীবন কাটায তারা পড়েছেন আরো বেকায়দায়।
চলাচলের নীতিমালা আর লাইসেন্স দিয়ে পুনরায় চালানোর অনুমতি দেয়ার দাবি করেন শ্রমিকরা।
করোনাকালে মানবিক দিক চিন্তা করে সিদ্ধান্ত পূনর্বিবেচনার অনুরোধ করেন পৌরসভার মেয়র।
বগুড়া পৌর এলাকায় পায়ে চালিত রিক্সা আছে ৬ হাজার দুই শত আর ব্যাটারিচালিত রিকশা চলছে ৩০ হাজারেরও বেশি।