ব্যাপক আকার ধারণ করছে অস্ট্রেলিয়ার দাবানল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ব্যাপক আকার ধারণ করছে অস্ট্রেলিয়ার দাবানল। দেশটির গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় দেশজুড়ে বিভিন্ন স্থানে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এদিকে, ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ধেয়ে আসা দাবানল থেকে বাঁচার জন্য সমুদ্র উপকূলে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। আর আশ্রয় নেয়া মানুষের জন্য খাবার ও পানি সরবরাহের জন্য নৌবাহিনীর জাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে রাজ্যের কর্তৃপক্ষ। গেলো সেপ্টেম্বর থেকে দেশটির নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সৃষ্ট দাবানল এরইমধ্যে ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। দবানলে এইরমধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। নিখোঁজ রয়েছে আরো বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি আবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।