ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পদ্মা সেতু উদ্বোধনের ক্ষণ গুণছে পদ্মা পাড়ের মানুষ
- আপডেট সময় : ০৭:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদ্বোধনের ক্ষণ গুণছে মুন্সীগঞ্জের মাওয়ার পদ্মা পারের মানুষ। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন মাওয়া প্রান্তে। এ নিয়ে এলাকাবাসীর মনে বইছে আনন্দের বন্যা। ইতিমধ্যে সুধি সমাবেশ ও ম্যুরালের কাজ প্রায় শেষ হয়ে গেছে। ব্যানার, ফেষ্টুন ও পোষ্টারে এলাকা সেজেছে নতুন রুপে।
নিজস্ব অর্থায়নে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতু। খড় স্রোতা প্রমত্তা পদ্মা বুকে ৪২টি খুটির উপর ৪১টি স্প্যানের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশর গর্ব ও আত্ম মর্যাদার প্রতীক। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সাথে সারাদেশের সড়ক পথে যোগাযোগ সহজ হবে। ফলে ঘুরে যাবে অর্থনীতির চাকা।
২৫ শে জুন উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। মুন্সীগঞ্জের মাওয়ায় প্রান্তের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ। সুধি সমাবেশের মঞ্চ, ম্যুরালসহ সব আয়োজন শেষ। ২৫শ জুন থেকে পরবর্তী তিন দিন চলবে শিমুলিয়া ঘাটে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে গেছে পুরো এলাকা।
পদ্মা পাড়ের মানুষের মাঝে বইছে আনন্দে বন্যা। সেতু কাছ থেকে দেখতে দূর দুরান্ত থেকে ছুটে আসছে অগণিত মানুষ।
মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় পুরো দেশবাসী। অপেক্ষার প্রহর গুনছে পদ্মা পাড়ের বাসিন্দারা।