ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পালিত হচ্ছে সরস্বতী পূজা
- আপডেট সময় : ০৫:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সারা দেশে ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হিন্দু ধর্মের অনুসারীরা বিশেষ করে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা করে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে পূজা উদযাপন করে।
চট্টগ্রামের বাণী অর্চনা ও অঞ্জলী প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে বিদ্যার দেবী সরস্বতী পূজা।সকাল থেকে বিভিন্ন মন্দির ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব।
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে জ্ঞান, বিদ্যা ও আরাধনার দেবীকে পূজার মধ্যে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। এ উপলক্ষে সকালে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় অস্থায়ী মন্ডপ স্থাপন করে বর্ণিল আয়োজনে চলছে দেবী বন্দনা।
বরিশালে নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত মন্ডপে- মন্ডপে ঢাক ও বাদ্যের তালে এবং উলুধ্বনির সাথে শঙ্খধ্বনি মিলে ধর্মীয় আবহ তৈরী করে। শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির মধ্যদিয়ে মাঘী শুক্লপঞ্চমীর পূণ্যতিথিতে পালিত হচ্ছে দিনটি।
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
উৎসাহ উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যশোরে পালিত হয়ে সরস্বতী পূজা। বিদ্যা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীর শিক্ষার্থীরাই এ দেবীর আরাধনায় ব্যস্ত থাকে। পূজা শেষে শিক্ষার্থীরা সরস্বতী দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অঞ্জলি প্রদান করে।
পটুয়াখালী জেলার বিভিন্ন মন্দির ও বিদ্যালয়গুলোতে ভীড় করে শিক্ষার্থীসহ সব বয়সী সনাতনীরা। উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।
দিনাজপুরে পালিত হচ্ছে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজা। দেবী সরস্বতীর আরাধনা কে কেন্দ্র করে অনুষ্ঠথেও একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। ১৩ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু ধর্মীয় মন্দিরে সাড়ম্বরে পালিত হচ্ছে দিবসটি।
মাদারীপুরে সরস্বতী পুজায় তিনদিনের নানা আয়োজন রাখা হয়েছে পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে। সকালে পৌর শহরের শহরের ৬৫টি স্থায়ী ও অস্থায়ী মন্ডপে শিক্ষার্থী ও পুজারীবৃন্দের পুজা-অর্চণা ও অঞ্জলির মাধ্যমে হয় আনুষ্ঠানিকতা।