ব্যাপক গোলাগুলি বান্দরবনের থানচি উপজেলায়
- আপডেট সময় : ১২:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
ভরদুপুরে দুটি ব্যাংকে হামলা ও ডাকাতির একদিন পর ব্যাপক গোলাগুলি হয়েছে বান্দরবনের থানচি উপজেলা সদরে। ঘণ্টাখানেক গোলাগুলির পর সেখানে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ জানায়, গতরাত সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে। থানচি থানার দক্ষিণ দিকের পাহাড় থেকে রাত সাড়ে ৮টার দিকে ফাঁকা গুলি শুরু হয়। বাজারে মোতায়েন থাকা পুলিশ ফোর্স পাল্টা ফায়ার করে জবাব দেয়। এ সময় থানা থেকেও ফায়ার করা হয়। কিছু সময় গোলাগুলি চলার পর সব বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরে বান্দরবনের রুমা ও থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র সদস্যরা। তারা টাকাসহ বেশকিছু অস্ত্র ও গুলি লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে এবং ব্যাংক ম্যানেজার নিজামউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। গতরাতে তাকে উদ্ধার করেছে রেব। দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের নাম এসেছে; যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত। এ নিয়ে দুই উপজেলার মানুষ ভয় আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।