ব্যাপক ভূমিকম্প ঝুঁকিতে মধুপুর ফল্টের জামালপুর
- আপডেট সময় : ০৬:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৯২ বার পড়া হয়েছে
ব্যাপক ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে ময়মনসিংহ বিভাগের মধুপুর ফল্টের নিকটবর্তী জামালপুর জেলা। ভূ-তত্ত্ববিদদের মতে ৩ ও ৪ নম্বর রেড জোনে রয়েছে জামালপুর জেলা। ভুমিকম্প মোবাবিলায় নেই তেমন কোন প্রস্তুতি। সেই সাথে ভবন নির্মাণকাজে মানা হচ্ছে না বিল্ডিং কোড। জেলায় বড় মাত্রার ভূমিকম্প হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েব এ জনপদের মানুষের।
সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এ ভূমিকম্পে মৃতের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। তুরস্কের ভূমিকম্পের ঘটনা সবাইকে আতংকিত করে তুলছে।
ভূ-তথ্য বিদদের মতে জামালপুর জেলা ভূমিকম্পন এলাকা হিসেবে পরিচিত। তবে ৭ মাত্রার ভুমিকম্প মোবাবিলায় নেই কোন প্রস্তুতি। এখানকার নির্মিত ভবন মান হয় না বিল্ডিং কোড। অপরিকল্পিত নগরায়ন,সামাজিক বনায়ন ধ্বংস করার পাশাপাশি দূর্যোগ মোবাবিলায় প্রশিক্ষন ও প্রস্তুতি না থাকায় এ জেলায় বড় মাত্রার ভূমিকম্প হলে নিমিশেই ব্যপক ক্ষতির আশংকা রয়েছে।তাই সরকারের নজরদারি বাড়ানোর দাবী স্থানীয়দের।
ভূমিকম্প প্রতিরোধে নগরবাসী প্রশিক্ষনের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছে নগর পরিকল্পনাবিদ ও মৃত্তিকা সম্পদ উন্নয়নের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
ভূমিকম্প প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহনে সকলেই এক হয়ে কাজ করবে এমনটি প্রত্যাশা সবার।