ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ব্রাজিলের পেট্রোপলিস শহরে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। মঙ্গলবার রিও ডি জেনিরোর পর্যটন শহর পেট্রোপলিসে প্রবল বৃষ্টির পর বন্যা ও ভূমিধস হয়।
দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এ পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধারের করেছে উদ্ধারকর্মীরা। কাদায় চাপা পড়া জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। গত কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। ভূমধসের পর কাদামাটির নিচে চাপা পড়ে আছে গোটা শহর। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে কয়েকশ’ মানুষ। রাশিয়ায় সরকারি সফরে থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর-বলসোনারো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।